চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কাছে আবেদন করেছে আজগর আলী। আজ সোমবার দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু জাফরের কাছে আবেদন পত্র জমা দেন। গাজী আজগর আলী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও কাশিয়াইশ হউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। গাজী আজগর আলীর পিতা বীরমুক্তিযোদ্ধা গাজী আবুল কাশেম তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি কাশিয়াইশ ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছিলেন। গাজী আজগর আলী ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম এলাকায় আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে বিএনপি সরকারের সময় অনেক জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে বলে এলাকার দলীয় নেতা কর্মীরা জানান। দক্ষিণ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনুরোধে চেয়ারম্যান নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। গাজী আজগর আলী জানান, বিএনপির লোকেরা আওয়ামী লীগ সেজে নির্বাচন করার চেষ্টা করলে এবার তাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা প্রতিহত করার ঘোষণা দিয়েছে। তৃণমূল আওয়ামী পরিবারের কেউ এবার নৌকা প্রতীকে নির্বাচন করুক।