বিনোদন প্রতিবেদক
বর্তমান সময়ের জনপ্রিয় ও ব্যস্ততম গীতিকার এম এ আলম শুভ। বর্তমানে তিনি নাটকের গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার লেখা অনেকগুলো গান ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে যার মধ্যে ‘তোমার অভাবে, দুজন হেরে যাই, হৃদয়ের আয়না, ভুল শেষে ভালোবেসে’ অন্যতম। শ্রোতারা তার লেখা গান গুলো বেশ ভালোই গ্রহণ করছেন৷ তার লেখা বই ‘নদীপাড়ের প্রেম’ ও ‘বেদনার জ্যামিতি’ বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে।
সম্প্রতি তার লেখা ১২৫ টির বেশি গান প্রকাশিত হয়েছে বিভিন্ন মাধ্যমে। যেগুলোতে কণ্ঠ দিয়েছিলেন শহিদ, ইলিয়াস, কোনাল, কনা, আভরাল সাহির মাহতিম সাকিব, পারশা, আজাদ রাহী, পাবেল, সায়েরা রেজা, ফারাবী, সন্দীপন মুখার্জী সহ অনেক জনপ্রিয় শিল্পীরা। তার আরও ৩০ টির মতো গান এখনো অপ্রকাশিত রয়েছে৷ তিনি তার ফেসবুক স্টাটাসে জানান ‘এক হাজার গান লিখে যেতে চাই’৷
তিনি জানান- নতুন অনেক নাটকের জন্য গান লিখেছেন তিনি৷ সলো গানও লিখেছেন অনেক যেগুলো প্রকাশ পাবে খুব সামনে। সম্প্রতি তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন সা র গা মা পা খ্যাত রাহুল দত্ত, যৌথ কণ্ঠে ছিলেন বাংলাদেশের অন্যতম শিল্পী খেয়া। এছাড়াও অবন্তী সিথী, আভরাল সাহির, সাফেন সহ অনেকে কণ্ঠ দিয়েছেন বিভিন্ন নাটকের গানে৷ সবকটি গানের সুর ও সংগীত করেছেন এই সময়ের ব্যস্ততম সংগীত পরিচালক আভরাল সাহির৷