ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মেরিলিয়া মেনডোকা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ২৬ বছর। দেশটির মিনাস জেরাইস রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বিমান দুর্ঘটনায় মারা যান তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, শুধু মেরিলিয়া মেনডোকাই নয়, বিমান দুর্ঘটনায় তার চাচা, তার প্রযোজক এবং দুই ক্রু সদস্যও নিহত হয়েছেন। ইতিমধ্যে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ।
কিশোরী অবস্থায় গান গাওয়া শুরু করেন রিলিয়া মেনডোকা। ২০১৬ সালেই জাতীয়ভাবে তারকা হয়ে ওঠেন তিনি। এরপর ২০১৯ সালে বড় পুরস্কারও অর্জন করেন তিনি।সবটুকু জানতে এখানে ক্লীক করুন