বিনোদন ডেস্ক
“দুজন হেরে যাই” শিরোনামের গানটির জনপ্রিয়তা পাওয়ার পর প্রকাশ পেলো আজাদ রাহী এবং পারশা মাহজাবিন এর নতুন গান “অন্ধ-বিশ্বাস”, গানটির কথা আজাদ রাহীর এবং গানটির সুর ও সংগীত করেছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক আভরাল সাহির।
তাহসান খান এবং তানজিন তিশার অভিনীত নাটক “লাইট ক্যামেরা একশন” এ আজাদ রাহী এবং পারশা মাহজাবিন এর গাওয়া “দুজন হেরে যায়” গানটি খুব সাড়া পায়।
ইতিমধ্যে ফেসবুকের অফিসিয়াল পেজে গানটি ৬৫ লক্ষ এর বেশি মানুষ শুনেছেন। গানটির কথা ছিলো “এম এ আলম শুভ”র এবং গানটির সুর ও সংগীত করেছেন আভরাল সাহির।
নতুন গানটি নিয়ে আজাদ রাহী এবং পারশা মাহজাবিন খুব আশাবাদি।