বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধিঃ
বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দক্ষিণ সারোয়াতলীর ইউপি সদস্য ও সম্ভাব্য সদস্য পদ প্রার্থী সুরেশ চৌধুরী শ্রী শ্রী শ্যামা পূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে উপজেলার দক্ষিণ সারোয়াতলীর শ্রী শ্রী মনসা মন্দির, সেন ও চৌধুরী বাড়ি, আনন্দময়ী কালীধাম, দক্ষিণেশ্বর মাতৃ মন্দির (ভবানী ভবন), ডাঃ প্রণব চৌধুরীর বাড়ি ও মোহন বাঁশীর বাড়িসহ এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
মন্ডপ পরিদর্শনকালে তিনি এলাকাবাসীর সাথে কুশল বিনিময়ে পুনরায় ইউপি সদস্য নির্বাচিত করার জন্য আশীর্বাদ কামনা করেন এবং তিনি এলাকার অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সারোয়াতলী নবগ্রহ মন্দিরের পুরোহিত সত্যনন্দ আচার্য্য, সারোয়াতলী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যলিন বিশ্বাস, অর্থ সম্পাদক দিগন্ত নাগ, ডালিম চৌধুরী, অতুল সেন মন্টু প্রমুখ।