জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ ৫ নভেম্বর শুক্রবার থেকে বাংলাদেশ পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির ডাকে সারাদেশে পণ্য ও গণ পরিবহনে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।
আজ (৫ নভেম্বর) প্রথম দিন ধর্মঘট সফলভাবে পালিত হওয়ায় সংশ্লিষ্ট পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশন।
এ উপলক্ষে এক জরুরী সভা আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সংগঠনের মাদারবাড়িস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে ও মহাসচিব মোঃ নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কর্মকর্তা আলহাজ্ব আজিজুল হক, আবুল কাশেম মাষ্টার, মোঃ জসিম উদ্দিন ভুঁইয়া, নজরুল ইসলাম দুলাল, এম এ মান্নান মান্না প্রমুখ নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ আবদুল মান্নান বলেন, করোনা মহামারির ধাক্কা কাটিয়ে বর্তমানে সর্বস্তরের পরিবহন মালিক-শ্রমিকেরা টানাপোড়নের মধ্যে দিয়ে দিনাতিপাত করছে। এমনি নাজুক পরিস্থিতিতে জ্বালানী তেল ডিজেলের মূল্য লিটার প্রতি ৬৫ টাকা থেকে ১৫ টাকা বৃদ্ধি করে ৮০ টাকা করা কোনভাবে মেনে নেয়া সম্ভব নয়। তাই সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জ্বালানি তেলের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান তিনি