এম, দিদারুল আলম
রাউজান উপজেলা হলদিয়া ইউনিয়নের নজু মিয়ার বাড়ী আব্দুুস সামাদের ব্যবস্থাপনায় আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আজিমুশশান নুরানী মাহফিল গত ২ নভেম্বর অনুষ্টিত হয়।
মু্হাম্মদ সালাহ উদ্দীনের সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা ইদ্রিস আনসারী মাঃজিঃআঃঃ।
প্রধান আলোচক ছিলেন মাওলানা হাছান রেজা আজিজী, বিশেষ আলোচক মাওলানা জাফর আলম নুরী, মাওলানা দিদারুল আলম আলক্বাদেরী, এতে উদ্ভোধনী বক্তব্য রাখেন মাওলানা হাফেজ আবু আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন-
বিশিষ্ট সমাজ সেবক নুর মু্হাম্মদ সওদাগর, সাবেক মেম্বার খাইরুল বশর চৌধুরী , মাষ্টার মু্হাম্মদ হোসেন, মাওলানা মামুনুর রশিদ চৌধুরী, মু্হাম্মদ ইদ্রিস, প্রমুখ। এতে বক্তারা বলেন – নৈরাজ্য,সৃষ্টির লক্ষে গুজব রটানোর ইসলামে কোন ভিত্তি নেই, এমন লোকের কোন ধর্মও নেই। মানবতার মুক্তির অদ্বিতীয় অধ্যায় প্রিয় নবীজি (সাঃ)আগমন। প্রিয় নবিজী সাঃ চরিত্র উম্মাতের নেজাতের উছিল।