এম, দিদারুল আলম
গত ৪ নভেম্বর মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ শাহান শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট কতৃক ফটিকছড়ি থানার অন্তর্গত অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদানের দ্বিতীয় ধাপ এর অংশ বিশেষ খিরাম নূরুল উলুম আহমদিয়া রেজভীয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার জন্য ১ম ও ২য় ধাপে মোট এক লক্ষ টাকার চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ,ফটিকছড়ি (ঘ) জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার মু্হাম্মদ নাসির উদ্দীন, মোঃ আলমগীর, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাষ্ট কতৃক ফটিকছড়ি উপজেলার খ জোনের সাংগঠনিক সমন্বয় কারী মুহাম্মদ নুরুল হুদা, খিরাম নুরুল উলুম আহমদিয়া রেজভীয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মোঃ হোসেন মেম্বার, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও অত্র প্রতিষ্ঠানের সুপার আল্লামা ইলিয়াস খাঁন আল কাদেরী, পরিচালনা কমিটির সদস্য মোঃ আবদুল্লাহ খিরাম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ উল্লাহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মৌলানা তকি উদ্দিন আনসারি, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর খিরামর শাখার সম্মানিত সভাপতি মু্হাম্মদ নুরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন পিয়ারু,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন, অর্থ সম্পাদক মোঃ নাঈম উদ্দিন, সহ অর্থ সম্পাদক মোঃ জাফর, সহ দপ্তর সম্পাদক মোঃ জাহেদ, সিনিয়র সদস্য মোঃ আবুল কালাম (সাও) অত্র কমিটি সদস্য মোঃ আমার উল্লাহ,মোঃ শরিফ উদ্দিন,মোঃ মামুনুর রশিদ,মোঃ আসিফ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ। সাংগঠনিক সমন্বয়কারীগন ১ম ধাপে অর্থ কোন কোন খাতে ব্যয় করেন তাহা পরিদর্শন পূর্বক যাচাই বাছাই করে সন্তোষ প্রকাশ করেন । পরিশেষে শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাষ্টের মানবতার সেবা মুলক কাজের অগ্রযাত্রার শুভ কামনা করে খিরাম নুরুল উলুম আহমদিয়া রেজভীয়া দাখিল মাদ্রাসা হেফজখানার সুপার আল্লামা ইলিয়াছখাঁন আলক্বাদেরী বিশেষ মোনাজাত করেন।