জীবিত বাবুর চেয়েও মৃত বাবু অনেক শক্তিশালী। যুগ যুগ ধরে আখতারুজ্জামান চৌধুরী বাবুু মানুষের হ্রদয়ে বেচে থাকবে। চট্টগ্র্রামে বাবুর সাথে কারও তুলনা হয় না। গোটা চট্টগ্রামবাসীর প্রিয় নেতা ছিলেন তিনি। বাবুুর এলাকার লোক পরিচয় দিয়ে আনোয়ারাবাসী গর্ববোধ করে থাকেন।। ‘৯১সনে এমপি থাকাকালে তৎকালীন সরকার কুতুবদিয়া দায়িত্ব দিলেও তিনি আনোয়ারা পেলে যাাননি। নিজ অর্থায়নে তিনি উপকূলীয় মানুুষের জন্য অকাতারে কাজ করেছিলেন। এই কারণে উপকূলীয় এলাকার মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী। বাবুর তুলনা বাবুই। দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে দৈনিক চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক উপরোক্ত কথা গুলো বলেন।
লালদীঘি জামে মসজিদের পেশ ইমাম আজ বাদে জোহর এ দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন।