বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যােগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বাদ মাগরিব বোয়ালখালী প্রেস ক্লাব চত্বরে এ মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের। কাজী এম এস এমরান কাদেরীর সঞ্চালনায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনায় অংশ নেন হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদীন আল কাদেরী এবং হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের কাদেরী। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মৌলানা মুহাম্মদ হোসাইন। নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন মোঃ বাবর মুনাফ। বক্তারা বলেন, পবিত্র মিলাদুন্নবী (সা.) মানেই সব মাখলুকাতের জন্য রহমত। এ রহমতের শ্রুত ধারায় অবিচল থাকাই হচ্ছে ইমান। নবীজি (সা.) এর প্রতি পূর্ণাঙ্গ মহব্বত মুমীনের জন্য ফরজ আর এটাই হলো ঈমান। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মুজাহিদুল ইসলাম, এম এ মান্নান, শাহীনুর কিবরিয়া মাসুদ, কাজী আয়েশা ফারজানা, আল সিরাজ ভান্ডারী, আলমগীর চৌধুরী রানা, স ম রবিউল হোসেন, রাজু দে, পূজন সেন, প্রলয় চৌধুরী মুক্তি, দেবাশীষ বড়ুয়া রাজু, মুহাম্মদ হোসাইন মাহমুদ, মোঃ আবু নাঈম, শাহাদাৎ হোসেন জুনায়েদী। মাহফিলে দেশের শান্তি ও উন্নতি কামনা করে আখেরী মোনাজাত শেষে তবারুক বিতরণ করা হয়।