ফেনীতে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার সময় ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ দোকানি কাউসার (১৯) মারা গেছেন। ঢাকা-কাকরাইল ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ৩০ অক্টোবর রাতে তিনি মৃত্যুবরণ করেন। কাউসার সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের ব্যবসায়ী একরামুল হক সবুজের বড় ছেলে।
নিহতের চাচা আতাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আতাউল ইসলাম জানান, গত ১৬ অক্টোবর দোকানের মালামাল কিনতে কাউসার বিকালে ফেনী এসেছিল। মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়ার পর ত্রিমুখী সংঘর্ষের সময় গুলিতে আহত হয় সে।পরিবারের সদস্যরা জানান, কাউসার মাথা ও মুখে গুলিবিদ্ধ হন। বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার রাত থেকে তার অবস্থার অবনতি হলে শুক্রবার ভোর ৫টার দিকে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।