ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। ২৯ সদস্য বিশিষ্ট্য নতুন কমিটিতে আব্দুল্লাহ আল মাসুদ মধুকে সভাপতি ও তরিকুল ইসলাম পারভেজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। (৩০অক্টোবর) শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ কমিটির অন্যরা হলেন,সহ-সভাপতি পস্কজ কুমার দে,সোহাগ খান সরওয়ার,শেখ সজিব,উজ্জল মজুমদার,নাদিম মাহমুদ,মেহেদী হাসান অনিম,রুহুল আমিন,তরিকুল ইসলাম তারেক,রুবেল সিকদার,মো.রেজাউল করিম(সাদ্দাম), আলী ইমাম খান অনু,জুলফিকার আলী রকি। যুগ্ন-সাধারণ সম্পাদক পদে আতিকুল ইসলাম হৃদয়,রইস আহম্মদ(অন্তু),অভিজিত শাহ শান্ত,তওহীদুল ইসলাম,শুভাশীষ সেন গুপ্ত,রেদায়ন মুবিন রিথন,আলফি শাহরুন শুভ,আতাউর রহমান খান মাইনুল,সাংগঠনিক সম্পাদকরা হলো,তজবী তরিকুল মুছা,মিজানুর রহমান আপন,আসাদুজ্জামান সৌরভ,নয়ন চন্দ্র বাড়ৈ,মো.মহিদুল ইসলাম মিশুক,কাজী সাজিদুল ইসলাম,চৌধুরী সোহান আহম্মেদ সাদ্দাম। গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগ কমিটির মেয়াদ ২ বছর। সর্বশেষে ঝালকাঠি ছাত্রলীগের কাউন্সিল হয় ২০১৫ সালের ২০ জুলাই। কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। এদিকে দীর্ঘদিন পর কমিটি ঘোষনা করায় জেলা ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে।