এম,দিদারুল আলম
গত ২৯ শে অক্টোবর২১ বাদে আছর থেকে অনুষ্টিত খিরাম বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকার সর্বস্তরের সুন্নী জনতার ব্যাবস্থাপনায় পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আয়োজিত বিশাল সুন্নী সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলনে বক্তারা বলেন-
কোন সাম্প্রদায়ির জন্য নয়, বিশ্বের সকল জাতীর কল্যানে অশান্ত পৃথিবীর জন্য রহমত হিসেবে মানবতার মুক্তির প্রদীপ মহান আল্লাহ প্রিয় নবী (সাঃ) কে দুনিয়াতে শুভাগমন করিয়েছেন। দেশের শান্তি বিনষ্টে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষে কিছু ভাড়াটে গুপ্তচর পবিত্র কোরআন অবমাননা করে দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষে লিপ্ত তারা কোন ধর্মের নয়, তাদের সনাক্ত পূর্বক শাস্তির দাবি যানান ।
বিশাল আজিমুশশান সুন্নী সম্মেলনে বিশিষ্ট সংগঠক ও লিখক মাওলানা আসাদুজ্জামান রানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ হযরতুলহাজ আল্লামা ফরিদ উদ্দীন মাঃজিঃআ, খিরাম নুরুল উলুম আহম্মদিয়া রেজভীয়া দাখিল মাদরাসার সুপার আল্লামা ইলিয়াছ খাঁন আলক্বাদেরীর উদ্ভোধনী আলোচনায় মাহফিলের প্রধান আলোচক ছিলেন- সুন্নী জনতার প্রাণের স্পন্দন আওলাদে রাসুল আল্লামা সাইয়্যেদ মাখদুম শাহ মোজাদ্দেদী, এতে বিশেষ আলোচক ছিলেন আল্লামা নাছির উদ্দীন আনোয়ারী,
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরুণ রাজনীতিবিদ মুহাম্মদ রেজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও খিরাম বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব শরফুদ্দীন, খিরাম কাদেরিয়া মাদরাসা সুপার মাওলানা নাছির উদ্দীন আনসারী, মাওলানা মু্হাম্মদ হোসাইন ক্বাদেরী, মাওলানা আব্দুল হক সিদ্দীকী, মাওলানা ত্বকিউদ্দীন মাওলানা নেজাম উদ্দীন তৈয়্যবী, খিরাম নুরুল উলুম আহম্মদিয়া রেজভীয়া মাদরাসার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মু্হাম্মদ হোছেন মেম্বার ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:-মাওলানা জামাল উদ্দীন, মাওলানা আব্দুল হামিদ আনোয়ারী, মাওলানা রুহুল আমিন, মাওলানা কাজী মু্হাম্মদ আজিম উদ্দীন, মাওলানা হাফেজ নাজিম উদ্দীন, উপস্থিত ছিলেন – সপ্তাহিক পূর্ববাংলা পত্রিকার প্রতিনিধি, স্বাধীন নিউজের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মাওলানা মু্হাম্মদ দিদারুল আলম ক্বাদেরী, মাওলানা রফিক উদ্দীন আনোয়ারী, মাওলানা সায়াদ উদ্দীন প্রমুখ।
উল্লেখ্য মাহফিলের দিন সকাল ৭ টা হতে জশনে জুলুশ এ ঈদে মিলাদুন্নাবী উপলক্ষে ব্যাবসায়ী সমিতি ও হাজারো সুন্নী জনতার উদ্যেগে বিশাল র্যালী বের করা হয়। বাদে আছর হতে অনুষ্টিত মাহফিলের শেষে শায়ের অলী উদ্দীন আরিফের মিলাদ কিয়াম, মাহফিলের সভাপতি আল্লামা ফরিদ উদ্দীন মাদ্দাজিল্লুহুল আলীর আখেরি মোনাজাতে দেশের শান্তি কামনায় বিশেষ দোয়ার পর তাবারুক বিতরণের মাধ্যেমে মাহফিল সমাপ্ত হয়।