বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে আমন ধানের চাষ হয়েছে ৪ হাজার ৭ শত ৫০ হেক্টর জমি। ধানের শীষে এসেছে এখন সোনালী রঙ। ফলন ভালো হওয়ায় কৃষকের মনে জেগেছে আনন্দ। ধান ঘরে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আতিক উল্লাহ জানান, বোয়ালখালীতে ১হাজার ১শত ২১ হেক্টর জমিতে আগাম জাতের ধান চাষ করা হয়েছে। এ জাতের ধান ৯০-১১০ দিনের মধ্যে ঘরে তোলা যায়। অন্যান্য ধানের জীবন কাল ১৪০-১৫০ দিন। তিনি বলেন, স্বল্প মেয়াদি ব্রি-৩৯, ৪৯ ও ৮৭ এবং স্থানীয় পাইজাম জাতের ধানে ইতিমধ্যে রঙ এসে গেছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান জানান, কৃষকদের মধ্যে আগাম ধান চাষের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে অল্প সময়ে লাভবান হওয়া যায়। অতি বৃষ্টির ফলে ফসলের কিছুটা ক্ষতি হলেও লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উপজেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বকুল বলেন, আগামী দুয়েক সপ্তাহের মধ্যে যদি প্রাকৃতিক কোন দূর্যোগ না হয় তাহলে কৃষক আশানুরুপ ফসল ঘরে তুলতে পারবে।