মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপহার করোনাভাইরাস প্রতিরোধে গণটিকা ঝালকাঠি জেলার দুটি পৌরসভার ও ৩২ ইউনিয়নে দ্বিতীয় ডোজ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ঝালকাঠি শহরের ৯টি ওয়ার্ড ও নলছিটি পৌরসভার তিনটি ওয়ার্ডে গণটিকা নিতে ভিড় করেছেন মানুষ।জেলায় ৫৪ হাজার মানুষকে করোনাভাইরাস প্রতিরোধক টিকা দেওয়া হচ্ছে। টিকা নিতে ২৫ বছরের ওপরে রেজিস্ট্রেশনকারীরা ২৮ সেপ্টেম্বর প্রথম ডোজ নিয়েছে তারা জেলার চারটি উপজেলার বিভিন্ন কেন্দ্রে দ্বিতীয় ডোজ নিতে ভিড় করেছেন। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যাদেরকে দ্বিতীয় ডোজ গণটিকাদান কার্যক্রম চলছে। জেলায় গণটিকা কার্যক্রম সফল হচ্ছে। যারা এখনো টিকা নিতে পারেনি, তাঁরা রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন বলে এ তথ্য জানিয়েছেন।