এম. দিদারুল আলম
মানবতার সেবায় নিয়োজিত রাউজান উত্তর সর্তা সমিতি (রাউস) কর্তৃক আয়োজিত সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২১ – ২০২২ ও পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) মাহফিল গত ২৭ অক্টোবর বুধবার
নাসিরাবাদ হাউজিং সোসাইটির এম আলী টাওয়ারে সমিতির স্থায়ী কার্যালয়ে বিভিন্ন সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
দ্বি-বার্ষিক সম্মেলনে সমিতির বিগত কার্যকারিপরিষদের উন্ন উপিস্থাপন করেন সমিতির সভাপতি এম,এ জাফর, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আরহাজ্ব মাহাবুবুল আলম।
এই সমিতির সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দীনের সঞ্চালনায় সন্ধ্যা ৭ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যেমে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।।
এতে (রাউস) র,নির্বাচনে সমিতির নির্বাচিত নতুন কার্যকারী পরিষদ (২০২১-২০২২) ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার এ,কে,এম সরোয়ার আলম।
রাউজান উত্তর সর্তা সমিতি (রাউস) র, নির্বাচনে বিজয়ী কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- সভাপতি ডাঃ এম এ জাফর, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম সিদ্দিকী, সহ-সভাপতি দৌলত আহম্মদ, সহ সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক আরহাজ্ব মাহাবুবুল আলম, সহ সভাপতি আলহাজ্ব রফিক উদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাফ্ফর আলী চৌধুরী, অর্থ সম্পাদক লায়ন মোহাম্মদ আলী,
সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন অধ্যাপক মোহাম্মদ আলী,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কায়ছার (লাভু), সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন বুলেট, প্রচার সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন তাহের, দপ্তর সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন।
পাশাপাশি এস,এম এয়াকুব, এস,এম,আইয়ুব মিয়া, আলহাজ্ব মু্হাম্মদ ইদ্রিস, মোহাম্মদ নেজাম উদ্দীন, আলহাজ্ব মু্হাম্মদ আবদুল কুদ্দুস,আলহাজ্ব মু্হাম্মদ ওসমান আলী, মোহাম্মদ নুরুল আলম শেঠ, মু্হাম্মদ আলী আকবর কে কার্যনির্বাহী সদস্য করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন। পরিশেষে রাউজান প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক মাওলানা মু্হাম্মদ দিদারুল আলমের মোনাজাতের মাধ্যেমে ( রাউস) র,মানবকল্যান ও সমাজ সেবা মুলক কাজের গতিশীলতার জন্য নতুন সমিতির শুভ কামনা করে তাবারুক বিতরণের মাধ্যেমে অনুষ্টান সমাপ্ত হয়।