নয়ন শীল
চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল সহ পুলক দত্ত (৪৬) ও মোঃ আব্দুল মাবুদ (৪৮) নামের ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। বৃহস্পতিবার ২৭ অক্টোবর ভোর ৫ঃ৩০ মিনিটে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পুলক দত্ত (৪৬) ও মোঃ আব্দুল মাবুদ (৪৮) কে গ্রেফতার করেন। এসময় তল্লাশী চালিয়ে তাদের হেফাজত হতে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।