এম.এম.দিদারুল আলম
২১শে অক্টোবর পবিত্র জশনে জুলুশ ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে হলদিয়া নজীরিয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যেগে আজিমুশশান সুন্নী সম্মেলন অনুষ্টিত হয় । সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার প্রতিনিধি রাউজান প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক মাওলানা মু্হাম্মদ দিদারুল আলমের সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত রাউজান উত্তরের সাধারণ সম্পাদক আল্লামা ইদ্রিস আনসারী।
এতে প্রধান আলোচক ছিলেন – হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা উবাইদুল্লাহ। উদ্ভোধনী বক্তব্য রাখেন নজীরিয়া বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আবুল বশর জিহাদী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন গর্জনীয়া ফাজিল মাদরাসার আরবী লেকচারার বিশিষ্ট সংগঠক আল্লামা জাফর আলম নুরী ও বিশেষ বক্তা ছিলেন সুন্নীয়তের তরুন উদীয়মান বক্তা মাওলানা হাছান রেজা আজিজী।
বিশেষ অতিথি ছিলেন – মাওলানা আব্দুল আলী রেজবী, হাফেজ আবু তাহের, মাওলানা নঈম উদ্দীন মাওলানা সেলিম রেজা,মাওলানা মামুনুর রশিদ, মাওলানা নাছির উদ্দীন, হাফেজ আবু আহম্মদ, হাফেজ মাহাবুবুল আলম। মাওলানা দিদারুল আলমের মিলাদ ক্বিয়াম শেষে, আখেরি মোনাজাত করেন মাহফিলের সভাপতি আল্লামা ইদ্রিস আনসারী। তিনি দেশে নৈরাশ্য সৃষ্টকারীদের বিচার সহ দেশের কল্যাণের জন্য দোয়া করেন। পরিশেষে তবারুক বিতরণের মাধ্যেমে মাহফিল সমাপ্ত হয়।