1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার প্রশ্নে হাইকোর্টের রুল বাস্তবায়নের দাবীতে সংযোগ বঞ্চিত গ্রাহকদের বিক্ষোভ - পূর্ব বাংলা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশনের সাধারণ সভা ও শোক প্রস্তাব মাইনাস টু ফর্মুলা জীবনেও পূরণ হবে না-আমীর খসরু ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৪১ ) মুক্তিযুদ্ধ ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্ঠা ফারুক-ই-আজম বীর প্রতীক সমীপে ব্র্যাকের উদ্যোগে উদ্যোক্তাদের কর্মসংস্থান ও ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্তকরণ কর্মশালা সম্পন্ন লন্ডনে খালেদা জিয়া অবশেষে দেখা হলো মা-ছেলের ৬৫৩১ জন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন বৈষম্যহীন নতুন বছর ২০২৫ আয়না ঘর বা ভাতের হোটেল কিছুই থাকবে না ডিবি কার্যালয়ে -স্বরাষ্ট্র উপদেষ্টা ২২তম ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিলের শেষ দিনে- আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী পবিত্র কোরআনের মধ্যেই নিহিত রয়েছে সাম্য ও শান্তির ফল্গুধারা রাজ ধনেশ বংশবৃদ্ধি কমে যাচ্ছে পরিবেশ ও বিচরণ ক্ষেত্র রক্ষণাবেক্ষণ না হলে উদয়ী পাকড়া ধনেশও কমব

আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার প্রশ্নে হাইকোর্টের রুল বাস্তবায়নের দাবীতে সংযোগ বঞ্চিত গ্রাহকদের বিক্ষোভ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩৯১ বার পড়া হয়েছে

আবাসিক এলাকায় গ্যাস সংযোগ দিতে হাইকোর্টের রুল অবিলম্বে বাস্তবায়নের দাবীতে ও কেজিডিসিএল ঠিকাদার গ্রাহক ঐক্য পরিষদ চট্টগ্রাম ও চট্টগ্রাম গ্যাস বিদ্যুৎ পানি গ্রাহক ঐক্যজোট এবং চট্টগ্রাম গ্যাস বিদ্যুৎ পানি গ্রাহক কল্যাণ পরিষদ এর যৌথ উদ্যোগে সর্বোপরী চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী’র নির্দেশনায় আজ  ২৬ অক্টোবর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড প্রধান কার্যালয় চত্বরে বিশাল বিক্ষোভ সভা আয়োজন করা হয়। কেজিডিসিএল ঠিকাদার গ্রাহক ঐক্য পরিষদ চট্টগ্রাম এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নেছার আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেমএম অলিউল্লা হক এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম গ্যাস বিদ্যুৎ পানি গ্রাহক ঐক্যজোট এর চেয়ারম্যান উচ্চ আদালতে রিটকারী আলমগীর নূর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব আনোয়ার হোসেন, ঠিকাদার গ্রাহক ঐক্য পরিষদ চট্টগ্রাম এর সহ-সভাপতি আলহাজ্ব শাহজাহান সুফি, সম্পাদক মন্ডলীর সদস্য আওরঙ্গজেব বাবুল। উক্ত বিক্ষোভ সভায় আরো উপস্থিত ছিলেন সম্পাদকমন্ডলী বৃন্দ এম.এ মান্নান খান, মো: মানিক হাওলাদার, এম.রোকশেদ খান, মো: সেলিম হোসেন চৌধুরী, নবী চৌধুরী, আওরঙ্গজেব বাবুল, আলমগীর শফিক, শাহিন বাবু, মো: বেলাল হোসেন, আবদুল মালেক শেখ, প্রশান্ত বড়ুয়া, আবদুল কাদের, মো: মহিউদ্দিন, মো: নাছির বিশ্বাস, মো: মহিউদ্দিন মনির, মো: সাইফুদ্দিন মুন্না, খোরশেদ আলম, আবদুস ছালাম, নেছারুল হক, মো: ইউছুপ সহ শত শত গ্রাহক ও ঠিকাদার উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন-দীর্ঘ ৫ বৎসর যাবৎ আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী (বর্তমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র) এর নেতৃত্বে উক্ত সংগঠন সমুহের সমন্বয়ে সংগঠিত সারাদেশে আন্দোলন সংগ্রাম করে সরকারের উর্দ্ধতন কর্মকর্তা এবং পেট্রোবাংলার সাবসিডিয়ারী ০৬ টি কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে স্মারকলিপি/মানব বন্ধন/অবস্থান কর্মসূচী/সংবাদ সম্মেলন/চট্টগ্রামের সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে মত বিনিময় সভা/সারাদেশে পোষ্টারিং করা/লিফলেট বিতরণ/জনগনের স্বত:ফুর্ত অংশগ্রহনে একাধিক পথসভার কর্মসূচীতে অংশগ্রহনকারী ডিমান্টনোট এর অর্থ জমাদানকারী চট্টগ্রামের ২৫ হাজার গ্রাহক সহ দেশব্যাপী দুই লক্ষ পনেরো হাজার আবাসিক গ্যাস গ্রাহকের মৌলিক অধিকার খর্ব করে সরকারের আবাসিক গ্যাস সংযোগ বন্ধ রাখার অসাংবিধানিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কেজিডিসিএল ঠিকাদার গ্রাহক ঐক্য পরিষদ চট্টগ্রাম এর সভাপতি তথা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরীর পরামর্শে এবং আবাসিক গ্যাস গ্রাহকদের পক্ষে চট্টগ্রাম গ্যাস বিদ্যুৎ পানি গ্রাহক ঐক্যজোট এর চেয়ারম্যান আলমগীর নূর এবং সাধারণ সম্পাদক একেএম অলিউল্লা হক যৌথভাবে জনস্বার্থে সারা বাংলাদেশের ডিমান্টনোট এর অর্থ জমাদানকারী গ্রাহক সহ চুলা বর্ধিত করন কার্যক্রম চালু, বিদ্যমান লাইনের আওতায় নতুনভাবে আবেদন গ্রহন ও গ্যাস সংযোগ প্রদানের জন্য গত ০৪.১০.২০২১ ইং তারিখে মহামান্য উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। যা গত ২৫.১০.২০২১ ইং তারিখে হাইকোর্টের মহামান্য বিচারপতি এম.ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের সম্বনয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন ব্যাঞ্চ গতকাল সারাদেশে আবাসিক গ্যাস গ্রাহকের পক্ষে একটি যুগান্তকারী রুল ইস্যু করেন। রুল আদেশে বলা হয় আবাসিক এলাকায় গ্যাস সংযোগ দিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। একইসঙ্গে আদালত আবাসিকে গ্যাস সংযোগ না দিয়ে টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না-রুলের তা জানতে চেয়েছেন। এছাড়া আবাসিকে গ্যাস সংযোগ দিতে সরকারের নিস্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না-রুলে তাও জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ), পেট্রোবাংলার চেয়ারম্যান, গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), কর্ণফুলীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাখরাবাদের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে এ সংক্রান্ত আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. ওয়াজি উল্লাহ। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও আফরোজা সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমার। প্রসঙ্গত: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২৭ এপ্রিল মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়, আবাসিকে গ্যাস সংযোগ আর চালুর সুযোগ না থাকায় ডিমান্ড নোটের বিপরীতে যারা টাকা জমা দিয়েছিলেন, তাদের ক্রস চেকের মাধ্যমে টাকা ফেরত দেয়ার কার্যক্রম গ্রহণ করতে হবে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে চট্টগ্রাম গ্যাস, বিদ্যুৎ ও পানি গ্রাহক ঐক্যজোটের চেয়ারম্যান আলমগীর নূর, মহাসচিব একেএম অলিউল্লাহ হক এবং সাধারণ গ্রাহক মো. নুরুল আলম গত ৪ অক্টোবর হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। অ্যাডভোকেট ওয়াজি উল্লাহ বলেন, আইনে বলা আছে ডিমান্ড নোট (চাহিদাপত্র)-এর বিপরীতে গ্যাস সংযোগের জন্য টাকা জমা নেয়া হলে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্যাস সংযোগ দিতে সংশ্লিষ্টরা বাধ্য। কিন্তু টাকা জমা নেয়ার পর নির্ধারিত সময় পার হয়ে গেলেও টাকা জমা দেয়া ব্যক্তিদের গ্যাস সংযোগ দেয়া হয়নি। এখন তাদের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা আইনসম্মত নয় বলে দাবি করেন এই আইনজীবী। জনসভা থেকে গ্রাহকরা অবিলম্বে উচ্চ আদালতের রুলের আদেশ বাস্তবায়ন করে আবাসিক গ্যাস সংযোগ প্রদানের জোর দাবী জানিয়েছেন। অন্যথায় সকল গ্রাহক আইনের দ্বারস্থ হবেন এবং রাজপথে দূর্বার আন্দোলন গড়ে তুলবেন।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla