বোয়ালখালী প্রতিনিধি
চলমান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়াতে র্যালী ও সমাবেশ করেছে নবারুণ সাহিত্য পরিষদ ও বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট আমুচিয়া শাখা । শুক্রবার ২২ অক্টোবর বিকেলে বিশাল এ র্যালীটি কানুনগোপাড়া এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নবারুণ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় সিংহ, আমুচিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সজীব চৌধুরী, হিন্দু যুব মহাজোটের আমুচিয়া শাখার সভাপতি নয়ন চক্রবর্তী, সাধারণ সম্পাদক নোবেল দাশ, সাংগঠনিক সম্পাদক ঈশান দাশ, ধোরলা মুক্তি সংঘের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সৈকত চক্রবর্তী, সুমন দে, সমীরণ চক্রবর্তী প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। চলমান সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সহিংসতায় আহত ও নিহতের স্বজনদের ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্থ ঘর বাড়ি ও মন্দির পুন:নির্মাণের দাবি জানান।