রাউজান প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন রাউজান প্রশাসন ও পৌর সভার উদ্যোগে উদযাপিত হয়েছে। গত ১৮ অক্টোবর দিনব্যাপী রাউজান পৌরসভার উদ্যোগে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, সুবিধা বঞ্চিত এতিম শিশুদের মাঝে বস্ত্র, ক্রীড়া সামগ্রী বিতরণ, পথচারীদের মাঝে খাবার, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর জানে আলম জনি, জসিম উদ্দিন, জন্নাতুল ফেরদৌস ডলি, জেবুর নেছা প্রমূখ। অনুষ্ঠানে মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন দেশকে নেতৃত্ব শূন্য করার জন্য ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। সেই দিন ঘতকদের হাত থেকে রক্ষা পায়নি অবুঝ শিশু শেখ রাসেল।
তিনি বঙ্গবন্ধুর স্বপরিবার সহ শেখ রাসেল এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। অন্যদিকে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এম,পি।
প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। উপজোলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথির ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, এসিল্যান্ড অতীশ দর্শী চাকমা, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ।