ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি খিরামে হাফেজ মাওলানা কাজী আজিম উদ্দীনের ব্যাবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে আজিমুশশান মাহফিল ও ত্রিশ পারা দরুদ শরীফ মজমুয়ায়ে ছালাওয়াতে রাসুল দঃ আয়োজন করা হয় । হাফেজ মু্হাম্মদ নাজিম উদ্দীনের সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা ফরিদ উদ্দীন দাঃ বাঃ আঃ ।
এতে প্রধান আলোচক ছিলেন জামেয়া আহম্মদিয়া আলীয়া সুন্নীয়ার আরবী প্রভাষক হযরতুলহাজ আল্লামা ছালেকুর রহমান আলক্বাদেরী , প্রধান অতিথি ছিলেন মাওলানা কাজী নেজাম উদ্দীন । বক্তব্য রাখেন খিরাম নুরুল উলুম আহম্মদিয়া রেজভীয়া দাখিল মাদরাসা সুপার হযরতুলহাজ আল্লামা ইলিয়াছখাঁন আলক্বাদেরী, খিরাম ক্বাদেরীয়া মূঈনীয়া দাখিল মাদরাসার সুপার আল্লামা নাছির উদ্দীন আনসারী, মাওলানা নুরুল আবছার রেজভী, মাওলানা আলী মরতুজা মিয়াজী, রাউজান প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক সাপ্তাহিক পূর্ববাংলা পত্রিকার সাংবাদিক মাওলানা মু্হাম্মদ দিদারুল আলম, মাওলানা ত্বকিউদ্দীন আনসারী, হলদিয়া নজিরীয়া বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আবুল বশর জিহাদী, মাও রফিক উদ্দীন, মাওলানা নঈম উদ্দীন, মাওলানা মামুন উদ্দীন, মাওলানা জোবায়ের হোসাইন, মাওলানা নেজাম উদ্দীন তৈয়্যবী, হাফেজ মু্হাম্মদ আব্দুল ক্বাদেরীয়া, মাওলানা সায়াদ উদ্দীন রানা,মাওলানা নাছির উদ্দীন, হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, শাহ আহম্মদ উল্লাহ মাদরাসা সুপার মাওলানা ফরিদুল আলম,হাফেজ মুহাম্মদ আব্দুল কাদের, মাওলানা নবিদুর রহমান মাওলানা হেলাল উদ্দীন মাওলানা জামাল উদ্দীনসহ রাউজান, হাটহাজারি, ফটিকছড়ি,হতে প্রায় ৪৫ জন আলেম হাফেজ খতিব উলামায়ে কিরামের উপস্থিতির মাধ্যেমে মিলাদ কিয়াম আখেরি মোনাজাতে দেশে ও জাতীর কল্যাণ কামনা করা হয়।