মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি
সৎ কাজে, অসহায়ত্বের পাশে এই স্লোগ্লানকে সামনে রেখে “আর্ত মানবতার সেবায়-দশ টাকার সঞ্চয়” স্বরূপকাঠী (নেছারাবাদ) শাখার সদস্যরা আজ ২২অক্টোবর’২১ শুক্রবার সকালে স্বরুপকাঠীর জলাবাড়ি ইউনিয়নে দুটি অসহায় পরিবারের বাড়িতে (চাল, ডাল, আলু, তৈল, পিয়াজ ইত্যাদি ) খাদ্য সামগ্রিক পৌছে দেন। এ সময় স্বরূপকাঠি শাখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সেচ্ছাসেবী সংগঠন ❝দশ টাকার সঞ্চয়❞ স্বরূপকাঠী শাখার সাংগঠনিক সম্পাদক মাশরুর আহমেদ আহাদ বলেন, কৃতজ্ঞতা যানাই আমাদের সহযোদ্ধাদের যারা নিয়মিত মাসিক চাঁদা পরিশোধ করেছেন এবং আমাদের পাশাপাশি যারা আর্থিক সহযোগিতা করেছেন। কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি তাওহিদ সিদ্দিকী জানান, স্বরূপকাঠি শাখার এ কার্যক্রম সত্যিই প্রশংসনীয় এবং স্বরূপকাঠী (নেছারাবাদ) শাখার সদস্যরা যারা তাদের মুল্যবান সময় এ মহৎ কাজে ব্যয় করেছেন সকল সদস্যদের প্রতি কেন্দীয় পরিষদ এর পক্ষথেকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।