বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া থানায় দায়েরকৃত নাশকতা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ। সোমবার ১৮ অক্টোবর দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সারোয়াতলী ইউনিয়নের উত্তর সারোয়াতলী এলাকার সাবেক ইউপি সদস্য, দক্ষিণ জেলা যুবদল নেতা মোঃ জসিম উদ্দিন (৪৫), আমুচিয়া ইউনিয়নের ধোরলা এলাকার জামায়াত নেতা কাছিম উদ্দিন (৩৭), কড়লডেঙ্গা এলাকার জিয়া উদ্দিন (২৯) ও মধ্যম চরণদ্বীপের মো. মিশাল (৩৫)। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, গত ১৬ অক্টোবর সাতকানিয়া থানায় দায়েরকৃত নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে গ্রেফতারকৃতদের।