মো. নাঈম, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি’র আওতাধীন ৬টি ইউনিয়ন শাখার ২টি ইউনিয়নের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে রাজাপুর উপজেলা আহবায়ক কমিটি। গতকাল ১৮ অক্টোবর’২১ বিকালে রাজাপুর উপজেলা বিএনপির বাইপাস মোরের প্রধান কার্যালয়ে ৩নং রাজাপুর সদর ইউনিয়নে মোঃ আব্দুর রহিম খানকে আহবায়ক ও মোঃ মতিউর রহমান (টুকু) মৃধাকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট এবং ৬নং মঠবাড়ি ইউনিয়নে মোঃ আব্দুল হক নান্টুকে আহবায়ক ও মোঃ আব্দুল বারেক হাওলাদারকে সদস্য সচিব করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোঃ নাসিম উদ্দিন আকন,রাজাপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন অভিক,রাজাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রতন দেবনাথ সহ দুই ইউনিয়নের কয়েকশত নেতাকর্মী। নতুন আহবায়ক কমিটিকে আগামী ৩১ ডিসেম্বর’২১ এর মধ্যে ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।