চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল এর মধ্যে খুব কম বয়সেই চলা বলার মধ্যে একটা নেতৃত্ব গুণ পরিলক্ষিত হতো,যা সচরাচর সবার মাঝে দেখা যায়না,সে বেঁচে থাকলে আজ দেশের নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হতেন।
শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন শেখ রাসেল দিবসে আজ সকালে দোস্ত বিল্ডিং কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।প্রধান আলোচক সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো আতাউর রহমান বলেন,শেখ রাসেলের নেতৃত্ব গুণ ছিলো বলেই ৭৫ এর ১৫ আগষ্ট খুনীরা তাকে হত্যা করেছিলো,যুগ্ন সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সহ সভাপতি এডঃ ফখরুদ্দিন চৌধুরী,মো আবুল কালাম আজাদ,এ টিএম পেয়ারুল ইসলাম,মহিউদ্দিন রাশেদ,সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী,ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক জাফর আহমেদ,যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার,উপ দপ্তর সম্পাদক আ.স.ম ইয়াছিন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য শওকত আলম, সরওয়ার হাসান জামিল,মো সেলিম উদ্দিন,এস এম গোলাম রব্বানী, ফেরদৌস হাসান আরিফ,সাহেদ সরওয়ার শামীম,আখতার উদ্দিন মাহমুদ পারভেজ,মনজুর মোর্শেদ ফিরোজ,জেলা কৃষকলীগ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী,জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ,সাধারণ সম্পাদিকা এডঃ বাসন্তী প্রভা পালিত,সহ সভানেত্রী সৈয়দা রিফাত আকতার নিশু,রুমানা নাসরিন,কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন,যুব মহিলা লীগ যুগ্ন আহবায়িকা এডঃ জুবাঈদা সরোয়ার নিপা জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু,সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ,মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সিটি বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ নুরী।