ভোলার মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্বিচারে মা ইলিশ নিধন করছে অসাধু জেলেরা। আর সেই মা ইলিশ আবার হোম ডেলিভারি মাধ্যমে গ্রাহকের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে অসাধু একটি জেলে চক্র। এতে নিষেধাজ্ঞার সময় মা ইলিশ নিধন করায় প্রকৃত ইলিশ জেলেদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গত ৪ দিন খোঁজ নিয়ে জানা যায়, মেঘনায় তিনটি দলে ভাগ হয়ে মেঘনায় মা ইলিশ শিকার করছে প্রভাবশালী জেলেরা। একদলের কাজ নদীর পাড়ে অবস্থান নিয়ে প্রশাসন কখন নদীতে অভিযান নামবে তার খোঁজ খবর রাখা । আরেক দল রাতের আঁধারে ব্যস্ত থাকে জাল ও নৌকা নিয়ে মেঘনায় নির্বিঘ্নে মা ইলিশ শিকার করায়। শেষ দলের কাজ হলো জেলেদের ধরা মা ইলিশ মটর সাইকেল বা রিকসা যোগে হোম ডেলিভারি মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া।সবটুকু জানতে ক্লিক করুন