শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হওয়ায় কমতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম। ফলে গত রবিবার ও সোমবার প্রতি কেজিতে ১০-১২ টাকা কমে বন্দরের মোকামে পাইকারি বিক্রি হচ্ছে ৩৬-৩৮ টাকায়, যা গত ৭ দিন আগেও ৪৮ টাকার উপরে বিক্রি হয়েছে। আর খুচরা বাজারে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৩৮-৪০ টাকায়।
বন্দরের আমদানিকারক মাহফুজার রহমান বাবু জানান, শারদীয় দুর্গাপূজার বন্ধ শেষে গত রবিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে ২ দিনে দেশের বাজারে সরবরাহ অনেকটাই বেড়েছে। ফলে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।সবটুকু জানতে ক্লিক করুন