ফেনী প্রতিনিধি
সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়ন এর লুদ্দারবাড়ির স্বপনের অত্যাচারে অসহায় প্রবাসীর পরিবার। প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস ঘরে একা থাকার সুবাদে নিয়মিত তাদের উপর টর্চার করে স্বপনের পরিবার।স্বপন চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাকরি করে।রাঙ্গুনিয়ার স্থানীয় আ’লীগ নেতাদের নাম বিক্রি করে বাড়িতে প্রভাব ব্যাপক প্রভাববিস্তার করে। ফেরদৌস তার স্বামীর টাকার বাড়িতে একতলা বাড়ি নির্মাণ করেন। এরপর দ্বিতীয় তলার কাজ ধরলে তার ঘরে ইট ভেঙ্গে ফেলে দেয়। জালানা বন্ধ করে দেয়।তার বাড়ির লোকজন দিয়ে ডিল ছুটে। এতে ঘর দরজা বন্ধ করে মানবেতর জীবনযাপন করছেন জান্নাত ও তার ছোট ছেলে। এ নিয়ে থানায় মামলা চলমান রয়েছে। এ ছাড়াও গ্রাম্য শালিশে নিষ্পত্তি করতে চেয়েছিল গ্রাম পঞ্চায়েত। একাধিকবার চেয়ারম্যান রবিউজ্জামান বাবু উদ্যোগ গ্রহন করলে স্বপন তার বক্তব্যে অনড় ছিল।জান্নাতুল ফেরদৌস এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক, জেলার সাংসদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ একাধিক আইনপ্রনেতার দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে মামলা ও হয়রানির বিষয় স্বপন বলেন”তার জেঠাতো ভাই আবু, তার ছেলে তানিম,আবুর ভাই রুবেল তাদের পিতা আব্দুল কুদ্দুস’র সহচার্যে অযথা হয়রানি করছেন ফেরদৌসকে।উস্কানী ও ইন্ধনে পড়ে ফেরদৌস এই কাজ গুলো করছেন বলে জানান তিনি”।