আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো.ফোরকান (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
আজ শুক্রবার বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফোরকান রায়পুর গ্রামের খতিরবাপের বাড়ি মো. ইউসুপের পুত্র।
আহতরা হলেন, জাহানারা বেগম (৫৫) ও রাকিব (১৫)। আহত রাকিব একই বাড়ির মো. নাছিরের পুত্র এবং জাহানার বেগম ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামের আলী আকবরের স্ত্রী।
জানা গেছে , শুক্রবার বিকালে ফোরকান ও রাকিব অন্যান্যদের সাথে খোর্দ্দগহিরা এলাকায় ফুটবল খেলার সময় আচমকা একটি বজ্রপাত ফোরকান ও রাকিবের শরীরে আঘাত হানে। এসময় তাদের শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আনোয়ারা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাহামিনা জানান, বিকালে বজ্রপাতে আহত ২ কিশোর এবং এক মহিলাকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে ফোরকান মারা গেছেন। বাকী ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।