1. admin@purbobangla.net : purbobangla :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সন্দ্বীপে পরকীয়ার অভিযোগ তুলে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা অভিযুক্ত স্বামী গ্রেফতার  চট্টগ্রামে র‌্যাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৪ চট্টগ্রামের বিভিন্ন মহাসড়কে অবৈধ গাড়ির অরাজকতা বন্ধ করতে আবারো বিআরটিএ’র অভিযান আমি আজ কথা দিচ্ছি  আপনাদের একা রেখে পালিয়ে যাব না, সুখে দুঃখে আপনাদের পাশে থাকব, আমি আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে চাই- ওয়াসিকা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কে বিআরটিএ’র সাঁড়াশি অভিযান, জরিমানা অর্ধলাখ মে মাসেও থাকবে তীব্র গরম, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৪ ডিগ্রি সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ ইসরাইলি মন্ত্রীর টুইটকে ঘিরে তোলপাড় সীতাকুণ্ডে ৫টি চোরাই গরু ১টি পিকাপ একটি দেশী অস্ত্রসহ গ্রেফতার ৩ জন বিশ্বের প্রভাবশালীদের তালিকায় আলিয়া

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চার দফা বাস্তবায়নের দাবিতে ফেনীতে প্রতিবাদ সভা ও সমাবেশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ১৬০ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর থেকে ৩ বছরে হ্রাসের উদ্যোগ বন্ধসহ প্রধানমন্ত্রী প্রতিশ্রুত পেশাগত সমস্যার সমাধানে ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য ফেনীতে সমাবেশের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ। ৪ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ফেনী জেলা শাখার আয়োজনে সোমবার (১১ অক্টোবর) বিকালে শহরের মিজান রোডের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে এক প্রতিবাদ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ফেনী জেলা শাখার যুগ্ম আহবায়ক চঞ্চল দে সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চল কেনিক আইডিইবি এর সহ- সভাপতি মোঃ মোখলেছুর রহমান। ফেনী জেলা সংগ্রাম পরিষদের সদস্য সচিব মোঃ নুর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চল কেনিক আইডিইবি এর সহ -সভাপতি মোঃ কবির উদ্দিন, কেনিক আইডিইবি এর সাংগঠনিক সম্পাদক মোঃ রেহান মিয়া, ঢাকা জেনিক আইডিইবি এর সাধারণ সম্পাদক ও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, ফেনী জেনিক আইডিইবি সভাপতি মোঃ আবুল খায়ের, ফেনী জেনিক আইডিইবি এর সাধারণ সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি আবদুর রহমান সুজন। সমাবেশে বক্তাগণ বলেন, আগামীর কর্মচ্যালেঞ্জ মোকাবেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সের মেয়াদ হ্রাসের আত্মঘাতি উদ্যোগ বন্ধ করে এ শিক্ষা ব্যবস্থায় বিরাজমান শিক্ষক স্বল্পতা, শ্রেণীকক্ষ, ল্যাব, ওয়ার্কসপ সংকটসহ শিক্ষকদের পদোন্নতি, দ্বিতীয় শিফটে কর্মরত শিক্ষকদের সম্মানি, STEP প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ, বেতন ভাতা প্রদান এবং ছাত্র ছাত্রীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধিসহ বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা আধুনিকায়নে মনোযোগী হবার জন্য শিক্ষা মন্ত্রণালয় মনোযোগ দিতে হবে। নেতৃবৃন্দ বলেন, শিক্ষা মন্ত্রণালয় আত্মঘাতি উদ্যোগ থেকে সরে না আসলে আগামীদিনে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারা বলেন, বঙ্গবন্ধুর শিক্ষাদর্শনের আলোকে মানবসম্পদ উন্নয়নে যখন প্রধানমন্ত্রী নানাবিদ পরিকল্পনা নিয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রসারে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন, সেখানে কেন শিক্ষা মন্ত্রণালয় এ ধরনের আত্মঘাতি পথে হাঁটছে, তা জাতির নিকট পরিষ্কার করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ আরও বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্বেও বিগত ৮/৯ বছরেও ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তিতে বর্ধিত ইনক্রিমেন্ট, ৫০% পদোন্নতি, জনকল্যাণকর অর্গানোগ্রাম প্রণয়ন করা হয়নি। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালার বিতর্কিত সংজ্ঞা ও বিভিন্ন ধারা/উপধারা সংশোধনপূর্বক গেজেট প্রকাশ করা হয়নি। এছাড়া, সকল বিদ্যুৎ কোম্পানিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, পলিটেকনিক, টিএসসি, টিটিসি ও এসএসসি (ভোক) শিক্ষকদের পদোন্নতি, শিক্ষক সংকট নিরসন, শ্রেণীকক্ষ, ল্যাব/ওয়ার্কসপ সমস্যার সমাধান, STEP শিক্ষকদের নিয়মিতকরণ ও বেতন প্রদান এবং ইমার্জিং টেকনোলজির বেকার ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থান ও প্রাইভেট সেক্টরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সম্মানজনক বেতন ও পদবী নির্ধারণের কার্যকর উদ্যোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নেয়া হয়নি। যা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ছাত্র শিক্ষকদের বিক্ষুব্ধ করে তুলেছে। এটি প্রকৌশল কর্মক্ষেত্রকে উত্তপ্ত করে তুলবে বলে নেতৃবৃন্দ সরকারকে সতর্ক করেন।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla