বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী উপলক্ষে বোয়ালখালী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। বুধবার (১৩ অক্টোবর) রাতে উপজেলা সদর থেকে শুরু করে পোপাদিয়া তরুন উদয় সংঘ, হাওলা সার্বজনীন দুর্গা মন্দির, উত্তর জ্যৈষ্টপুরা উদয়ন সংঘ, জৈষ্টপুরা বীণাপানি সংঘ, পৌরসভার পশ্চিম গোমদন্ডী মাতৃ সংঘ, মানব কল্যাণ সংঘ সেবা সংঘসহ পশ্চিম শাকপুরা ও দক্ষিণ সারোয়াতলীর কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, সহ সভাপতি মাধব ধর, সুকুমার নাথ, সাধারণ সম্পাদক অধীর দে, যুগ্ন সম্পাদক ডা. শ্যামা প্রসাদ দাসগুপ্ত, পৌরসভা পূজা কমিটির সভাপতি শ্রীবাস বিশ্বাস, রাজু আচার্য, বিষু ঘোষ দীপ্তি মল্লিক, চম্পক চক্রবর্তী, দীপক দে, পিকলু সরকারসহ মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধন বৃদ্ধি পায়। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকল ধর্মের মানুষের কল্যাণে রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। তা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন নেতৃবৃন্দরা।