বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে আছিফা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছনদন্ডী বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। আছিফা একই এলাকার মো. জুয়েলের মেয়ে। স্থানীয়রা জানান, খেলতে খেলতে আছিফা জামে মসজিদের পুকুরে পড়ে যায়। আছিফার মরদেহ পুকুরে ভেসে উঠলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেছে। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, সকাল পৌনে ১১টার সময় আছিফা নামের একটি শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।