চট্টগ্রামের রাউজানের ১নং হলদিয়া ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে সাংসদ এবি,এম ফজলে করিম চৌধুরী এমপির পক্ষ থেকে ও রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দর চৌধুরী বাবুলের ব্যাবস্থাপনায় ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের তদারকিতে এটি গ্রুপের দেয়া দরিদ্রদের জন্য বিশেষ উপহার হলদিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের প্রতিনিধি মেম্বার বাবু সবুজ বড়ুয়ার কার্যালয় থেকে বণ্টন বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টান ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবু উজ্জ্বল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউপি সদস্য বাবু সবুজ বড়ুয়া ।। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, এলাকার কৃতি সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার সুশীল কান্তি বড়ুয়া, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুর মুহাম্মদ সওদাগর, নাজিম উদ্দীন রাহুল বড়ুয়া ।
অনুষ্টানের আলোচকগণ বলেন আজকের সুফল আওয়ামী লীগ সরকারের অবদান, যা অতীতের জন্য অভাবনীয়, রাউজানের ইতিহাসে এমন উন্নয়নের জোয়ার অতীতে কেউ দেখেনি বা অনেকের দেখার সুযোগও হয়নি, তা কেবল একনিষ্ঠ বিশ্বস্ত নেতার কারনে । তারা বলেন গ্রাম এখন শহর এর উদাহরণ দিয়ে এলাকার গ্রামের (আর,সি,সি) ভিলেজ রোড, (লোডশেডিং মুক্ত) বিদ্যুৎ, গ্যাস, শিক্ষা, চিকিৎসার উন্নয়নের নানা দিক নির্দেশনা তুলে ধরে বলেন এসব আপনাদের নির্বাচিত সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর অবদান।
অনুষ্টানের সভাপতি বাবু সবুজ বড়ুয়া বলেন, আজ আপনাদের চার মাইল দুরে গাড়ী ভাড়া দিয়ে ইউনিয়নে গিয়ে এই সামগ্রী আনা কষ্টকর হতো এতে প্রতি প্যাকে ২৮ কিলো ওজনের খাদ্য সামগ্রী যা আপনাদের ঘরোয়া পরিবেশে এনে দেয়া হচ্ছে।। তিনি উপস্থিত নারী-পুরুষকে শান্তির ফোয়ারা আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই বলে দরিদ্রদের মাঝে এমপির উপহার তুলে দেন।