মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে মহা ধুমধামে ও স্বাস্থ্য বিধি মেনে হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ উৎসব শারদীয় দূর্গা পূজা চলছে। জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন সময় পূজা মন্ডব পরিদর্শন করে পূজা কমিটির সমস্যা চিহ্নিত করার চেষ্টা করছে। এ পর্যন্ত ঝালকাঠি জেলায় এই উৎসবকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের অব্যাহত নজরদারি রয়েছে। সিভিল সার্ভিস ও র্যাব পুলিশ ও আনসারদের মোবাইল টিম মন্দির এলাকা জুড়ে ভক্ত দর্শনার্থীর নিরাপত্তার জন্য অব্যাহত টহল দিচ্ছে। ১২অক্টোবর মঙ্গলবার রাতে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী ঝালকাঠির বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে সহকারী কমিশনার তাজবীর হোসেন উপস্থিত ছিলেন। তিনি মন্দির গুলি ঘুরে ঘুরে দেখেছেন এবং শান্তিপূর্ন পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ সম্প্রীতি বজায় রেখে উৎসব পালন করায় সন্তোষ প্রকাশ করেছে