মাওলানা মুহাম্মদ দিদারুল আলম
ফটিকছড়ি উপজেলার ২১ নং খিরাম ইউনিয়নন্থ ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন খিরাম ক্বাদেরীয়া মূঈনীয়া দাখিল মাদরাসার সহকারী মাওলানা রফিক উদ্দীন আনোয়ারী সাহেবের পিতা কালা মিয়ার মৃতুতে মাগফিরাত কামনায় মাদরাসা শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের ব্যাবস্থাপনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।।
এতে মাদরাসা শিক্ষক মাওলানা ডাঃ মুহাম্মদ ওসমান গণীর সঞ্চালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন খিরাম ক্বাদেরীয়া মূঈনীয়া দাখিল মাদরাসার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব খোরশেদুল আলম। মরহুমের সৃতিচারন করে বক্তব্য রাখেন -মাওলানা আব্দুল মালেক জদিদী,ডাঃ মুহাম্মদ ওসমান গণী, মাওলানা ছায়াদ উদ্দীন নঈমী , মাষ্টার নরুস শাহেদীন। দৈনিক পূর্ববাংলা পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাষ্টার আমিনুল ইসলাম বিএস,সি প্রমুখ।
অনুষ্টানে সমাপনি বক্তব্য ও আখেরি মোনাজাত পরিচালনা করেন মাদরাসা সুপার মাওলানা নাছির উদ্দীন আনসারি শুভেচ্ছা বক্তব্যর শেষে দেশ ও জাতীর কল্যানে মুনাজাতের মাধমে অনুষ্টান সমাপ্ত হয়।