এম, দিদারুল আলম
রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় শ্রী শ্রী দূর্গা পূজা উপলক্ষে দরিদ্র পূজারীদের মাঝে সরকারিভাবে আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ করা হয়েছে। ১০ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় রাউজান মুন্সিরঘাটাস্থ রাউজান সার্বজনীন রাস বিহারী ধাম প্রাঙ্গনে অনুষ্ঠিত সরকারি অনুদান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।
রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন দে এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নেওয়াজ মোরশেদ, রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য বাবু সুমন দে, ৭নং রাউজান ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, ৪নং গহিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আবচার বাশি। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ,যুবলীগ নেতা আবু ছালেক, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, দিলীপ দে, উজ্জল কান্তি দাশ, মিঠু শীল, বিকাশ দাশ গুপ্ত, সবুজ দে বানু, জিকু দত্ত, রিগ্যান শীল, বিজয় দাশ, অনিক দাশ গুপ্ত, রাজু দে ও তীর্থ ধর।