বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের (ইউপি) ৯টি ওয়ার্ডে ১০১জন সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীতে সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ বেলাল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে তাদের শাড়ি বিতরণ করা হয়। সারোয়াতলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলাল হোসেনের কাছ থেকে বস্ত্র গ্রহণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারোয়াতলী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আশীষ বিশ্বাস, অর্থ সম্পাদক দিগন্ত নাগ (কপিল)। এ সময় উপস্থিত ছিলেন সারোয়াতলী ইউনিয়ন পূজা কমিটির কার্যনির্বাহী সদস্য ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুরেশ চৌধুরী, ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সুনিল দাশ ও ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য প্রণতি রাণী মল্লিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।