নয়ন শীল
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) চট্টগ্রাম নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমের সার্বিক ব্যবস্থাপনায় অনলাইন প্রচার বিভাগ ভক্ত সংঘের ভক্তদের সার্বিক সহযোগিতায় রাঙ্গামাটিস্থ শ্রীশ্রী রাধারাসবিহারী মন্দিরে একশত শিক্ষার্থী ও যুবকদের “শ্রীমদ্ভগবদ গীতা যথাযথ” ও অপ্রাকৃত কৃষ্ণ প্রসাদ দান করা হয়েছে। শুক্রবার ৮ অক্টোবর সন্ধ্যা ৭ টায় শ্রীশ্রী রাধারাসবিহারী মন্দিরের পরিচালনায় রাঙ্গামাটি ঘাঘড়া শ্রীশ্রী গীতা মন্দিরের সভাপতি কাঞ্চন কর এর সভাপতিত্বে শিক্ষক রনি দে এর সঞ্চালনায় রাঙ্গামাটি শ্রীশ্রী রাধারাসবিহারী মন্দিরের অধ্যক্ষ শ্রীমান নিতাই নুপুর দাস ব্রহ্মচারী উপস্থিতিতে উক্ত “শ্রীমদ্ভগবদ গীতা যথাযথ” ও অপ্রাকৃত কৃষ্ণ প্রসাদ দান করা হয়। উক্ত গীতা দান অনুষ্ঠানে “মনুষ্য জীবনে ভগবদ্ গীতার গুরুত্ব” এর উপর আলোচনা করেন নন্দনকাননস্থ শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমের যুগ্ম সম্পাদক ও মায়াপুর ইনস্টিটিউটের শিক্ষক শ্রীমান মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী। গীতা দান অনুষ্ঠানে ‘ইসকন’ রাঙ্গামাটির সাধারণ সম্পাদক শ্রীমান প্রচেতা কৃপা দাস ব্রহ্মচারী, শক্তিমান অদ্বৈত দাস, বাবু রঞ্জন ধর, ডাঃ কার্তিক মিশ্র, ডাঃ নির্মল মজুমদার, উজ্জ্বল দাশ, সুহৃদ সেন, সনাতন মিশ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত মহতি অনুষ্ঠান আয়োজন করায় শ্রীশ্রী গীতা মন্দির কতৃপক্ষ ইসকন ও যারা গীতা দান করেছেন সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ(ইসকন) এর প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু অভয়চরণাবিন্দ স্বামী প্রভুপাদের ১২৫তম শুভ আবির্ভাব উপলক্ষে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থী ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে লক্ষ লক্ষ গীতা দানের উদ্যোগ গ্রহন করা হয়েছে।