নয়ন শীলঃ
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের নকল আইডি কার্ড ও ছবি সহ সৈয়দ মোঃ আলাউদ্দিন (৩৪) নামের একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
বুধবার ৬ অক্টোবর ২১ ইং রাত ৮ঃ২০ মিনিটে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির, পিপিএম(সেবা) এর দিক নির্দেশনায় সহকারী-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ কামরুল হাসান এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মোক্তার হোসেন এর নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ মোঃ আলাউদ্দিন (৩৪) কে গ্রেফতার করেন।
এসময় তল্লাশী চালিয়ে আলাউদ্দিনের হেফাজত হতে ছবি সহ নকল পুলিশ আইডি কার্ড উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত সৈয়দ মোঃ আলাউদ্দিন হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কালাইনজুরা সৈয়দ সিরাজুল ইসলামের বাড়ির মৃত সৈয়দ সিরাজুল ইসলাম এর পুত্র।