চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ ও কার্যক্রমের বিষয়ে সিএমপি’র চকবাজার থানা কম্পাউন্ডে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৬ অক্টোবর দুপুর ১২ঃ৩০ মিনিটে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে চকবাজার থানা কম্পাউন্ডে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় তিনি বৃহস্পতিবার ৭ অক্টোবর, ২১ ইং অনুষ্ঠিতব্য উপ-নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত অফিসার-ফোর্সদেরকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।উপ-নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়াও উপ-নির্বাচনকে কেন্দ্র করে কেউ অস্থিতিশীল অবস্থা বা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মোখলেছুর রহমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন উপলক্ষে উপস্থিত অফিসার-ফোর্সদেরকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এসময় অতিঃ উপ-পুলিশ কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম, অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আমিনুল ইসলাম সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাকলিয়া থানা এবং পাঁচলাইশ থানা সহ বিভিন্ন থানা হতে আগত অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন।