চট্টগ্রামের গণি বেকারী মোড়ে অবস্থিত কিউসি ট্রেডিং লিমিটেড নামের ফিলিং স্টেশনে পরিমাপে কারচুপি করে অকটেন বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করে সতর্ক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়। এসময় ক্যালিব্রেশন না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির দুইটি ডিসপেনসার বন্ধ রাখার নির্দেশও দেয়া হয়েছে। বুধবার ৬ অক্টোবর ২১ ইং এক ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এর নেতৃত্বে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ২ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ২ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বহদ্দারহাটস্থ আল-মদিনা ফার্মেসিকে মেয়াদবিহীন ঔষুধ সংরক্ষণ করায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে উক্ত ঔষধগুলো ঔষধ ধ্বংস করা হয়। বহদ্দারহাটস্থ ওয়ালটন প্লাজা ইলেকট্রনিকসকে কোম্পানি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করায় ৪০ হাজার টাকা এবং নকল স্ট্যাবিলাইজার বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।চকবাজারস্থ অলি খাঁ মেড়ে অবস্থিত কুটুম্ববাড়ি রেস্তোরাঁকে উৎপাদিত দই, ফিরনিতে উৎপাদন-মেয়াদ না দেওয়ায় এবং খাদ্যদ্রব্য অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর এক অভিযানে নিউ ম্যানিলা হোটেল এন্ড বিরিয়ানি হাউসকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।