বাবর মুনাফ
বোয়ালখালীর শাকপুরায় প্রধান সড়কের উপর প্রচন্ড ঝড়ের আঘাতে উপড়ে পড়েছে একটি গাছ। সড়ক জুড়ে আড়াআড়িভাবে গাছটি উপড়ে পড়ার কারণে প্রায় ঘন্টা দু’য়েক উভয় পাশে সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল। কিছু কিছু যানবাহন অদুরের বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করলেও সৃষ্ট যানজটে অনেক পথচারীর দূর্ভোগ দেখা দিয়েছিল। ২ অক্টোবর বেলা ৩টার দিকে মেঘাচ্ছন্ন আকাশের কারণে হঠাৎ বয়ে যাওয়া দমকা হাওয়ার সময় চট্টগ্রাম-কক্সবাজার (আরকান) সড়কের বোয়ালখালী উপজেলার শাকপুরা সুজিত বিশ্বাস মন্টু বাবুর ঘাটায় এ গাছটি উপড়ে পড়ে। খবর পেয়ে বিকাল ৫টা নাগাদ বোয়ালখালী থানা পুলিশ, দমকল বাহিনীর সদস্যরা এ গাছটি উদ্ধার করে। ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মোনাফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা এ গাছটি অপসারণ করার সময় আমি নিজেই উপস্থিত থেকে তাদের সহায়তা করেছি।