মিঠুন সাহা,পানছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ‘নারীর ক্ষমতায়ন নিয়ে তথ্য আপা’র শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য প্রযুক্তির জ্ঞানে সমান অধিকার ও সুযোগ দিয়ে নারী সামাজিক অবস্থানকে উন্নত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে অবদান রাখছে আইসিটি। প্রত্যন্ত এলাকার অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত কিংবা সুবিধা প্রাপ্ত নারীর তথ্যে প্রবেশাধিকার এবং তাদেরকে তথ্য প্রযুক্তির সেবা প্রদান নিঃসন্দেহে নারীর ক্ষমতায়নকে গতিশীল করবে।। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর ) দুপুর ১২ টার সময় পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুবাইয়া আফরোজ ১নং লোগাং ইউনিয়নের প্রত্যন্ত এলাকা পেড়াছড়া মারমা পাড়ায় তথ্য আপা সুপ্রিয়া চাকমার সঞ্চালনায় নারীদের নিয়ে উঠান বৈঠক ও ফাতেমা নগর নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এইসব কথা বলেন।এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা উষামগ মারমা সহ প্রমুখ। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন,পড়াশুনা করে নিজেকে অনেক দূর এগিয়ে নিতে হবে।পরিবার ও সমাজের বোঝা না হয়ে সম্পদ হয়ে উঠতে হবে। পড়াশুনার পাশাপাশি পরিবার ও নিজের আর্থিক অস্বচ্ছলতা দূর করতে মহিলাদের জন্য উপজেলা মহিলা অধিদপ্তর থেকে হাতে কলমে সেলাই,মোমবাতিসহ বিভিন্ন কাজের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।সেখানে থেকে রপ্ত জ্ঞান কিংবা পাশাপাশি নিজেদের তৈরি বিভিন্ন পাহাড়ি বস্ত্র বা শিল্প অনলাইনে বিক্রি করে অর্থনৈতিক সমস্যা দূর করার চেষ্টা করতে হবে।তার জন্য পুরাতন ধ্যান ধারণা ত্যাগ করে দূরদর্শিতা নিয়ে কাজ করতে হবে।সবাইকে মনে রাখতে হবে স্বপ্ন ও চেষ্টায় মানুষ অসাধ্য সাধন করতে পারে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে করে বলেন,আপনারা আপনাদের সন্তানদের স্বপ্ন দেখাবেন তারা যেন এই বাংলাদেশে যেকোনো বড় পর্যায়ে ভালো ভাবে পড়াশুনা করে সাফল্য অর্জন করতে পারে।আপনারা চাষ করেছেন বলে আপনাদের ছেলেমেয়েরাও চাষ করবে,অন্যের বাগানে কাজ করবে।এমনটা ভাবা ঠিক না।এমন ভাবে ছেলেমেয়েদের উৎসাহিত করবেন যাতে আপনাদের সন্তানরা ঐ বাগানের মালিক হয়।যাত একদিন তাদের নেতৃত্বে শত শত মানুষ কাজ করে।।তাদেরকে উদ্দোক্তা হওয়ার জন্য উৎসাহিত করবেন।তিনি আরও বলেন বাল্যবিবাহ বন্ধে সকল সচেতন ব্যক্তিবর্গদের এগিয়ে আসতে হবে। যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও এলাকায় মহিলাদের নিয়ে কাজ করছে উপজেলা তথ্য কর্মকর্তা ‘তথ্য আপা’।