বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধিঃ
বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদ এলাকার পশ্চিম শাকপুরা বায়তুন নুর জামে মসজিদের তালা ভেঙ্গে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে প্রায় অর্ধলক্ষাধিক মালামাল চুরি করেছে চোরের দল। মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাফেজ আহমদ প্রকাশ বাশি জানান, ২৯ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে পশ্চিম শাকপুরা বায়তুন নুর জামে মসজিদের তালা ভেঙ্গে চোরের দল ১টি আইপিএস, ৩টি ব্যাটারীসহ কিছু মূল্যবান জিনিস পত্র নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় অর্ধলক্ষাধিক টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরদিন সকালে ফজরের নামাজে আসলে মুসল্লিরা এ ঘটনা দেখতে পায়। এখন এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে। ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান মোনাফ এ বিষয়ে জানতে চাইলে তিনি পূর্ব বাংলাকে জানান, আমি খবর পাইনি, তবে স্থানীয় ইউপি মেম্বার ও চৌকিদার পাঠিয়ে খবর নেব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। শেষ খবর পাওয়া পর্যন্ত সময়ে মসজিদ কমিটির পক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।