বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে নববধূ নিগার সুলতানা পুষ্পা হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার শাকপুরা চৌমুহনী চত্বরে ও আরাকান সড়কে এ মানববন্ধনোত্তর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত ২৯ সেপ্টেম্বর বোয়ালখালী পৌরসভাধীন পশ্চিম গোমদন্ডী জঙ্গা তালুকদার বাড়ীর আহমদ মিয়ার কন্যা নিগার সুলতানা পুষ্পা নিজ শ্বশুরালয়ে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছে বলে স্বামীর পক্ষে দাবি করলেও পুষ্পার পরিবারের এ দাবি প্রত্যাখান করে পুষ্পা স্বামীর সাথে তার ভাবীর চলমান পরকিয়ার বলি বলে জোর দাবি করে আসছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন পুস্পার বড় ভাই মোঃ রাজু, ফুফাতো ভাই মোঃ আবু মুছা মুন্না এবং মামা মোঃ নুরুল আবছার। পুষ্পা শাকপুরা পাইলট প্রবর্ত্তক কণ্যা বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী। গত দুই মাস পূর্বে উপজেলার দক্ষিণ চরখিজিরপুর মালেক মাঝির নতুন বাড়ির মৃত মোঃ মালেকের ছেলে মোঃ হেলালের সাথে তার বিয়ে হয়। মো. হেলাল পটিয়ার পাঁচুরিয়া এলাকায় ওয়ালটন শো রুমে চাকুরী করে। এ ঘটনায় পুষ্পার পরিবারের পক্ষে ৩০ সেপ্টেম্বর বোয়ালখালী থানায় সংশ্লিষ্ট ধারায় ৩জনকে আসামি করে মামলা রজু করা হয়েছে। এ মামলায় আটক পুষ্পার স্বামী মোঃ হেলালকে ৩০ সেপ্টেম্বর আদালতে প্রেরণ করেছে বোয়ালখালী থানা পুলিশ।