বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবস উপলক্ষে বেলা ১১ টায় একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন। উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট , বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, এনজিও কর্মী মোফাজ্জল হক আলম, শিক্ষার্থী ছামছুন্নাহার স্মৃতি প্রমুখ।
বাল্যবিবাহ রোধ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিক্ষা সংস্কৃতিতে কন্যা শিশুদের সম্পৃক্তকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।