সন্দ্বীপের প্রধান সড়ক গুপ্তছড়া ও দ্বিতীয় প্রধান সড়ক দেলোয়ার খাঁ রোডে সড়ক জুড়ে, অটোরিকশা মোটর সাইকেল, ট্রাক, ট্রলির নিয়ন্ত্রণহীন চলাচলে জানজট এখন এ দুই সড়কের নিত্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জনদুর্ভোগ চরমে। সন্দ্বীপ শহরের রাস্তাগুলো এখন ব্যাটারীচালিত অটোরিকশা ও চার্জার রিকশার দখলে। অটোরিকশা চলাচলে নিয়ন্ত্রণ না থাকা ও অতিরিক্ত অটোরিকশা টেক্সী চলাচল করায় এনাম নাহার হাই স্কুলের মোড় থেকে সন্দ্বীপ উপজেলা শহর-উপজেলা কমপ্লেক্স, তালতলী, কদম মোবারক, দলইপাড়া পর্যন্ত পশ্চিমে, এনাম নাহার হাই স্কুলের মোড় থেকে দক্ষিণে শিবের হাট পর্যন্ত প্রতিদিন যানজটে সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ। গুপ্তছড়া বাজার থেকে এনাম নাহার মোড় হয়ে খন্তার হাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের আশপাশে বিপণী বিতান, বাজার ও গুরুত্বপূর্ণ অফিস অবস্থিত। অটোরিকশার সিএনজি কারণে গুরুত্বপূর্ণ এ সড়কে প্রতিদিন যানজটের কবলে পড়তে হয় সন্দ্বীপবাসীকে। বিভিন্ন ভাষ্য অনুযায়ী, সন্দ্বীপ শহরে বর্তমানে ২ হাজার ট্যাক্সি, ১ হাজারের হাজারের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ৭ থেকে ৮ শত চার্জার-রিকশা চলাচল করছে। এ গাড়ি গুলির চালকদের নেই কোন লাইসেন্স, রাস্তায় নেই কোন ট্রাফিক সিগনাল, এবং নেই কোন ট্রাফিক পুলিশ, ড্রাইভিং আইন ও সিগনাল সম্বন্ধে জানেনা এই সব লাইসেন্স বিহীন ড্রাইভারেরা। যত্রতত্র গাড়ি পার্কিং করছে, ঐদিকে রাস্তার অবস্থাও বেহাল। লাইসেন্স বিহীন অদক্ষ চালকদের ভাষ্য মতে, থানা এবং প্রশাসনকে মাসোহারা দিয়ে লাইসেন্স বিহীন গাড়ি চালাচ্ছে তারা।
সচেতন মহল মনে করে এসব কারণে যানজট দিন দিন ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে।
৩০ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, পুরো সড়ক রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশায় ঠাসা। থেমে থেমে অটোরিকশার জটলা তৈরি হচ্ছে। যাত্রী দেখলেই চার্জার রিকশাগুলো যেখানে-সেখানে দাঁড়িয়ে পড়ছে। আবার সড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীর আশায় অটোরিকশাগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে মুহূর্তেই অটো ও চার্জার রিকশার দীর্ঘ সারি হয়ে যায়। এই দীর্ঘ সারির কারণে পথচারীদের সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়াও বেশ কষ্টকর। বাজার শেষ করে রাস্তার উল্টো দিকে যাওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন মুছাপুরের বাসিন্দা হেলাল উদ্দিন মামুন । তিনি বলেন, বাজার করতে যত সময় লাগে, তার থেকে বেশি সময় রাস্তায় চলে যায়। রাস্তা পার হতেও অনেক সময় লাগে। এনজিও কর্মি সাবিনা ইয়াসমিন বলেন আমরা বাড়ি থেকে অফিসে আসতে যা সময় লাগে এনাম নাহার পাড় হতে তার তিন গুন সময় বেশি লাগে। সন্দ্বীপের সুপরিচিত সিনিয়র হোমিও চিকিৎসক শাখাওয়াত হোসেন, সাংবাদিক ইলিয়াস সুমনসহ সচেতন নাগরিক সমাজের অভিমত, জরুরী রাস্তা সংস্কার, ড্রাইভিং লাইসেন্সের উপর জোর দেয়া, ট্রাফিক পুলিশ ব্যবস্থা স্থাপন এবং গাড়ী গুলোর ফিটনেস লাইসেন্স মনিটরিংসহ ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করা না গেলে যানজট ভোগান্তি নিয়ন্ত্রনে আনা সম্ভব না।