সবুজ অরণ্য
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রাম এর ভার্চুয়াল মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বিকাল ৪ঃ৩০ মিনিটে এই সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রাজিয়া সুলতানা’র সঞ্চালনায় আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. এ এইচ এম জিয়া উদ্দিন, সিনিয়র জেল সুপার মোঃ সফিকুল ইসলাম খান, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, বিবিএফ এর প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, ইউএসএআইডি ডেমেক্রেসি ইন্টারন্যাশনাল(পিপিজে প্রকল্প) প্রোগ্রাম অফিসার মোঃ ইসমাইল।
সভায় চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ ফেরদৌস ওয়াহিদ বলেন, অসহায়-দরিদ্র মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে জেলা লিগ্যাল এইড অফিস। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সমাজের অসহায়, ন্যায় বিচারের সুফল থেকে বঞ্চিত বিচার প্রার্থী জনগণের আইনগত অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রসার কল্পে সরকার তথা জাতীয় সংস্থা আন্তরিক ভাবে কাজ করছে। সরকারের মহৎ উদ্যোগ বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ফলশ্রুতিতিতে অসহায়, দরিদ্র, নির্যাতিত বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এর মাধ্যমে সরকারি আইনি সহায়তা শুধুমাত্র মামলার মধ্যে সীমাবদ্ধ ছিল। দেশের আদালত সমূহ মামলার ভারে ভারাক্রান্ত। মামলা জট ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্তরায়। আদালতে বিদ্যমান মামলাজট নিরসন বিচার বিভাগ তথা সরকারের বর্তমান একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রম হাতে নিয়েছে। এডিআর কার্যক্রমের মাধ্যমে সরকার মামলায় না গিয়ে দুইপক্ষকে সালিসী প্রক্রিয়ায় একজন বিচারকের মধ্যস্থতায় বিরোধ মিমাংসার কার্যক্রম গ্রহণ করেছে। তৎপ্রেক্ষিতে সিনিয়র সহকারী জজ পদমর্যদার একজন বিচারককে পূর্ণকালীন জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে নিয়োগ প্রদান করেছেন। লিগ্যাল এইড অফিসার এর মধ্যস্থতায় আপস মিমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি সরকারের একটি ফলপ্রসু উদ্যোগ। তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রসার কল্পে সরকার তথা জাতীয় সংস্থা আন্তরিক ভাবে কাজ করছে। সরকারের মহৎ উদ্যোগ বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ফলশ্রুতিতে অসহায়, দরিদ্র, নির্যাতিত বিচার প্রার্থী মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে।
সভায় অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা সিভিল সার্জন শেখ মোঃ ফজলে রাব্বী, সহকারী কমিশনার গালিব চৌধুরী, ডাঃ মোঃ নুরুল হায়দার, ডেপুটি সিভিল সার্জন, চট্টগ্রাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক সাঈদ হাসান, জেলা শিশু কর্মকতা, জাতীয় মহিলা আইনজীবী সমিতি চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়কারী এড. দিল আফরোজ, প্রবেশন অফিসার সমাজসেবা পারুমা বেগম, প্রশিকার বিভাগীয় সমন্বয়কারী অজয় মিত্র, ইপসার ফোকাল ফার্সন মোঃ আবদুল সবুর, জিআইজেড বাংলাদেশ এর ডিপিও এড. আল-হুরাইন তাজ মিহির, ঘাসফুল কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, বিএনডব্লিউএলএ সিমস্ প্রকল্পের জেলা সমন্বয়কারী আরমান হোসেন আরিফ, ইউএনডিপি লিগ্যাল ইন্টার্ন এড. মোঃ মোর্শেদ, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।