ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশংগল ইউনিয়নের মিজান শরীফের বিরুদ্ধে জাল স্ট্যাম্প বিক্রির অভিযোগ পাওয়া গেছে। মিজান শরীফ কুশংগল ইউনিয়নের বিন্দুঘোষ গ্রামের সোহরাব শরীফের পুত্র। জাল স্ট্যাম্প বিক্রি করে রাতারাতি গিয়েছেন কোটিপতি, এই নিয়ে এলাকায় চলে কানাঘুষা। অভিযোগ সূত্রে জানা যায় মিজান শরীফ চট্টগ্রামে জাল স্ট্যাম্পের ব্যবসা করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় হাজতবাস করেছিলেন। আরও জানাগেছে, জাল স্ট্যাম্প বিক্রির টাকায় নিজ গ্রামে বিলাশ বহুল বাড়ী নির্মান করছে মিজান। এর গরমে কাউকে তোয়াক্কা করছে না তিনি। মামলা বাজ হিসেবেও এলাকায় পরিচিত লাভ করেছে মিজান ও তার পিতা সোহরাব শরীফ। এ বিষয়ে অভিযুক্ত মিজান শরীফ বলেন “আমি স্ট্যাম্প মামলা খেয়েছি তবে তা আদালতে বিচারাধীন” কুশংগল ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন “মিজান এলাকায় কম আসে তবে তার ব্যাপারে তেমন কিছু আমি জানিনা” ১নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন (মামুন) বলেন, এলাকায় তাদের কিছু ঝামেলা ছিল, তা মিমাংশা হয়েছে। তারা চট্টগ্রামে থাকে সেখানে কি করে তা জানিনা।